আবাসন প্রকল্প

বাংলাদেশের সকল শহর ও গ্রামাঞ্চলের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে পর্যাপ্ত ও উপযুক্ত আবাসনের অভাব। দেশের মাত্র ২৮ শতাংশ খানা পাকা গৃহে বসবাস করে, প্রায় ৪৩ শতাংশ খানা অস্থায়ী এবং ২৯ শতাংশ খানা আংশিক পাকা গৃহে বসবাস করে। সার্বিকভাবে বিভিন্ন লক্ষ্যনীয় প্রচেষ্টা সত্ত্বেও নিম্ন বা মধ্য আয়ের জনগোষ্ঠীর গৃহায়নের ক্ষেত্রে প্রকৃত চাহিদা ও যোগানের বড় ধরনের ঘাটতি বিদ্যমান রয়েছে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্য বিমোচনের লক্ষ্যে ১৯৯০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক পিকেএসএফ প্রতিষ্ঠার পর হতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের পাশাপাশি দেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি ব্যাপক কর্মসূচী পরিচালনা করে আসছে। মানুষকে কেন্দ্র করে মানব উন্নয়ন এবং মানুষের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই পিকেএসএফ তার সহযোগী সংস্থার মাধ্যমে সকল উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এ প্রেক্ষিতে, পিকেএসএফ তার সহযোগী সংস্থার মাধ্যমে অন্যান্য বিনিয়োগ কার্যক্রমের মত মাঠ পর্যায়ে আবাসন বিনিয়োগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার পিকেএসএফ ও বিশ্বব্যাংক-এর আর্থিক সহযোগিতায় যথাক্রমে ২০১৭ এবং ২০১৯ সাল থেকে আবাসন LICHSP (Low Income Community Housing Support Project) এবং আবাসন (পিকেএসএফ) কর্মসূচির কাজ সফলতার সাথে সুসম্পন্ন করছে।

প্রকল্পের উদ্দেশ্য

বর্তমান ও ভবিষ্যত প্রজম্মের জন্য একটি সুস্থ, সুন্দর, নিরাপদ ও স্বাস্থ্য সম্মত বসবাসের পরিবেশ নিশ্চিত করা।
পরিবেশ সংক্রান্ত আইন-কানুন ও বিধি-বিধানের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সহায়তা করা।
জাতীয় উন্নয়ন পরিকল্পনায় আবাসন ব্যবস্থার উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত করা ।
“গ্রীণ গ্রোথকে” উৎসাহিত করা।

বিনিয়োগের খাত

নতুন গৃহ নির্মান
গৃহ সংস্কার
গৃহ সম্প্রসারণ

লক্ষ্যভূক্ত বিনিয়োগ গ্রহীতা

খানার মাসিক আয় ১০,০০০-৪০,০০০ টাকা
প্রথম পক্ষ মোট বিতরণকৃত বিনিয়োগের কমপক্ষে ৪০% বিনিয়োগের সক্ষমতা।
মূল ও সহ আবেদনকারীর বয়স ২১-৬০ বছর
নির্বাচিত পৌরসভার স্থায়ী অধিবাসী।

বিনিয়োগের মূল বৈশিষ্ট্যঃ

বিনিয়োগের সীমা সর্বোচ্চ ২.৫-৪.০০ লক্ষ্য টাকা
বিনিয়োগের মেয়াদ সর্বোচ্চ ৫ বছর
সার্ভিস চার্জের হার বাৎসরিক সর্বোচ্চ ১২.০০%
কিস্তির ধরণ মাসিক
বিতরণ পদ্ধতি ≤ ৮০,০০০ এক বা একাধিক দফায় বিতরণযোগ্য
৮০,০০০-১৫০,০০০ একাধিক দফায় বিতরণযোগ্য
≥ ১৫০,০০০ নুন্যতম ৩ দফায় বিতরণ যোগ্য

আদ্-দ্বীনের কার্যক্রম (ডিসেম্বর/২০১৯ পর্যন্ত)

প্রকল্পের নাম কর্ম এলাকা শাখার সংখ্যা মোট সদস্য মোট বিনিয়োগ গ্রহীতা মোট বিনিয়োগ স্থিতি (টাকা)
আবাসন (পিকেএসএফ) শার্শা ১০৯ ১০৯ ৩,৪৯,৭৪,৭৮৭
আবাসন (এলআইএসএইচপি) যশোর, মাগুরা ২৫৭ ২৫৭ ১,২০,৪২,৮৭১
মোট ৩৬৬ ২১৪ ৪,৭০,১৭,৬৫৮

Login

নোটিশ