শিক্ষাবৃত্তি কার্যক্রম

শুধু দারিদ্রতার কারনে আমাদের দেশের মেধাবী ছাত্র/ছাত্রীদের অনেকেই তাদের মেধার বিকাশ ঘটিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। এতদাসত্বেও দেশের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর মধ্য থেকে উঠে আসা অনেক মেধাবী শিক্ষার্থী নিজের একান্ত প্রচেষ্টায় বিভিন্ন পরীক্ষায় সফলতার সাথে প্রতিকূলতাকে জয় করে চলেছে। বিশেষ করে দরিদ্র পরিবারের অনেক মেধাবী সন্তানেরা প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং আর্থিক সক্ষমতার অভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল কারার পর ও মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। প্রকৃত তথ্যভিত্তিক শিক্ষা এবং পর্যাপ্ত কারিগরি জ্ঞান অর্জন করতে ব্যর্থ হওয়ায় মান সম্মত চাকুরি পাচ্ছেনা। ফলে দরিদ্র পরিবারের সন্তানেরা পিতা-মাতার কাঙ্খিত চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় পিতা-মাতা ও সন্তান উভয়ের মধ্যে হতাশা বিরাজ করছে। এই ধারা থেকে পরিত্রানের উদ্দেশ্যে প্রকৃত মেধার বিকাশ ঘটিয়ে দরিদ্র পরিবারের প্রকৃত মেধাবীদের সুশিক্ষার সুযোগ সৃষ্টিতে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের “কমিউনিটি হেল্থ এ্যান্ড মাইক্রোফাইনান্স” কর্মসূচির অধীনস্ত ১৪৫ শাখার কর্মএলাকা থেকে প্রতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আদ্-দ্বীনের সুবিধাভোগী সদস্যদের সন্তানদের মধ্য থেকে প্রকৃত মেধাবীদের তথ্য সংগ্রহপূর্বক পিকেএসএফ এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। ২০১৮-২০১৯ অর্থবছরে ২৯১ জন শিক্ষার্থীর মাঝে ৩১,২৪,০০০ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

Login

নোটিশ