আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার পিকেএসএফ সহ অন্যান্য দাতা সংস্থার সহযোগিতায় দেশের ১৪ টি জেলায় ১৪৫ টি শাখার মাধ্যমে কমিউনিটি হেলথ্্ এন্ড মাইক্রোফাইনান্স কার্যক্রম পরিচালনা করে আসছে। আদ্-দ্বীন মনে করে অবহেলিত দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার টেকসই উন্নয়নের জন্য শুধু ক্ষুদ্র বিনিয়োগ কর্মসূচি যথেষ্ট নয় বরং জীবনযাত্রার মান উন্নয়নে অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড অনস¦ীকার্য। কালের পরিক্রমায় উন্নয়ন হয়েছে ঠিকই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের অনুপস্থিতির কারণে প্রান্তিক পর্যায়ের মানুষের জীবন যাত্রার মানের টেকসই উন্নয়ন হয়নি। প্রান্তিক পর্যায়ের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার মানবিক এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে খাদ্য সহায়তা প্রকল্প চালু করেছে। সমাজে এখনো অনেক মানুষ আছেন যারা কর্মক্ষমতা হারিয়ে উপার্জনহীন কিংবা অসু¯ ’অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। এই অসহায় মানুষগুলোর অনেকের প্রিয়জন আছেন আবার অনেকের নেই। যাদের প্রিয় জন আছেন তারাও হইতবা নামে মাত্র প্রিয় জন অথবা দারিদ্রতার কষাঘাতে কাছের মানুষটির ভরণ-পোষন দিতে অক্ষম। আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ১৪৫ টি শাখার মাধ্যমে উক্ত শাখাগুলোর কর্ম এলাকায় বসবাসকারী ৩৫০ জন অসহায় মানুষকে আজীবন খাদ্য সহায়তা প্রদান করে আসছে। প্রত্যেক শাখায় কর্মরত শাখা ব্যবস্থাপক প্রতি সপ্তাহের শনিবারে নিজ দায়িত্বে অসহায় ব্যক্তির বাড়ি খাবার পৌছে দিয়ে মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। ২০১৮-২০১৯ অর্থবছরে ৩৫০ জনের খাদ্য সহায়তা প্রদান বাবদ ৪৫০০০০০ ( পয়তাল্লিশ লক্ষ) টাকা অনুদান প্রদান করা হয়েছে।