সভাপতির কথা

বিসমিল্লাহির রহমানির রাহিম। আদ্-দ্বীনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি মরহুম শেখ আকিজ উদ্দিন ও এবং বিশিষ্ট সমাজ-সেবক মরহুম অধ্যাপক শরীফ হোসেন সমাজের দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের অসহায়ত্ব নিরসনে সবসময় সর্বাত্বক চেষ্টা করতেন। আদ্-দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের সেই চাওয়ার কিছুটা হলেও বাস্তবায়ন হয়েছে। উন্নয়ন ও সেবার নানামুখি কার্যক্রম সাধারন মানুষের দোরগোড়ায় পৌছানোর চেষ্টা অব্যাহত রাখার ক্ষেত্রে অনুকরণীয় ও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে এই প্রতিষ্ঠানটি।

ছোট পরিসরে এতিম শিশুদের সু-রক্ষা ও পুনর্বাসনের মধ্য দিয়ে আদ্-দ্বীনের এই পথচলা শুরু। অতিদরিদ্র ও দরিদ্র মানুষ বিশেষ করে নারী ও শিশুদের চিকিৎসাসেবা, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্য ও ক্ষুদ্রঋণ কার্যক্রম, দক্ষ সেবিকা ও চিকিৎসক তৈরিতে সেবিকা প্রশিক্ষণ কেন্দ্র ও আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল, অতিদরিদ্র ও অক্ষম ব্যক্তিদের খাদ্য সহায়তা, দরিদ্র মানুষের বিনামূল্যে চক্ষুসেবা, এতিম ও দরিদ্র শিশুদের পুনর্বাসনে শিশু-কিশোর নিকেতন এবং কমিউনিটিতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিভিনড়ব সামাজিক সচেতনতামূলক পদক্ষেপ আদ্-দ্বীনের কার্যক্রমের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ও প্রশংসিত স্থান দখল করে আছে। আদ্-দ্বীন মানুষের পাঁচটি মৌলিক প্রয়োজন অনুসরণ করে তার কর্মসূচি পরিচালনা করে আসছে।

আদ্-দ্বীনের সাধারণ ও নির্বাহী পরিষদ এবং নির্বাহী পরিচালক ও নির্বাহী ব্যবস্থাপকবৃন্দ অত্যন্ত দক্ষতার সাথে সার্বিক কর্মকান্ড ও ব্যবস্থাপনায় যুগোপযুগি ও আধুনিক পরামর্শ ও নির্দেশনা প্রদান করছেন। তাদের এই দক্ষ, সঠিক পরামর্শ ও দিক-নির্দেশনায় আদ্-দ্বীন আজ সর্বজন স্বীকৃত মানব কল্যাণে নিয়োজিত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়েছে। আমি সকল সাধারণ ও নির্বাহী পরিষদের সদস্য এবং পরিচালক ও ব্যবস্থাপকবৃন্দের নিকট এজন্য কৃতজ্ঞ।

এছাড়া সরকারী, বে-সরকারী, দাতা সংস্থা সকলের অবদান এবং সহযোগিতা কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি। আদ্-দ্বীনের গৌরবময় পথ চলায় যে সব সহকর্মীকে হারিয়েছি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। সাথে সাথে তাদেরকেও কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি যারা অব্যাহত সহযোগিতা ও কর্ম প্রেরণা প্রদন করে চলছেন। অভিনন্দন জানাই সংস্থার বার্ষিক প্রতিবেদন ২০১৮-২০১৯ প্রকাশের জন্য সংশ্লিষ্টদেরকেও। সংস্থার আগামী দিনগুলো আরও সুন্দর, গতিশীল, যুগোপযোগী, আধুনিক ও সাফল্য মন্ডিত হোক, বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। আল্লাহ আমাদের সহায় হউন। (আমিন)


Responsive image

ডাঃ মোহাম্মদ আবদুস সবুর

সভাপতি

Login

নোটিশ