আদ্-দ্বীন শিশু কিশোর নিকেতন

দরিদ্র ও অসহায় শিশুদের বিশেষ করে যারা প্রকৃত মেধাবী এবং অভিভাবকহীন তাদের পূনর্বাসন এবং আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৮০ সালে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম জেলা যশোরের শহরের প্রাণকেন্দ্রে বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক মরহুম শেখ আকিজ উদ্দিনের অনুপ্রেরণায় এবং খ্যাতিমান শিক্ষাবিদ মরহুম অধ্যাপক শরীফ হোসেনের উদ্যোগে আদ্-দ্বীন প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০০৩ সালে আদ্-দ্বীন শিশুÑকিশোর নিকেতন কেন্দ্রটি ঝিকরগাছা উপজেলার নাভারণে যশোর বেনাপোল মহাসড়কের পাশে নিজস্ব জমিতে স্থানান্তর করা হয়। কমিউনিটি হেল্থ এ্যান্ড মাইক্রোফাইনান্স এর কর্মএলাকার অতিদরিদ্র পরিবারের মেধাবী ও এতিম শিশুদের বাছাই পূর্বক তাদের সু-রক্ষা ও আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে উক্ত শিশুÑকিশোর নিকেতন কেন্দ্রে ভর্তি করা হয় এবং সেই সাথে প্রাইমারী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়ার সুযোগ করে দেওয়া হয়। নিকেতনের ছাত্রদের লালনপালন তথা খাদ্য, বস্ত্র, আবাসন, চিকিৎসা ও শিক্ষাসহ সকল ব্যয়ভার আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার বহন করে।

নিকেতনে ছাত্রদের সুষ্ঠু তত্বাবধানের জন্য সার্বক্ষণিক ৪ জন শিক্ষক রয়েছেন। যারা যুগোপযুগি ও আধুনিক পদ্ধতিতে ছাত্রদের আরবী, বাংলা ও ইংরেজি সহ সমসাময়িক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার শিক্ষা দিয়ে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য সহায়তা করছে। বর্তমানে ৮-১৮ বছর বয়স পর্যন্ত মোট ৩৩ জন অসহায় এতিম শিশুর এখানে লেখাপড়া করছে।

Login

নোটিশ