মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মসূচি
যশোর সদর থানার বলরামপুর গ্রামে ১৯৮৯ সালে স্বাস্থ্য উপকেন্দ্র স্থাপন করে মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মসূচি শুরু করা হয়। ১৯৯০ সালে যশোর সদর উপজেলার ২ টি ইউনিয়ন এবং ঝিকরগাছা উপজেলার ৩ টি ইউনিয়নে, ১৯৯১ সালের জুন মাসে মনিরামপুর উপজেলা এবং ১৯৯৯ সালে শার্শা, যশোর সদর, বাঘারপাড়া ও কেশবপুর উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকারের পরিবার পরিকল্পনা বিভাগ আদ্Ñদ্বীনকে অনুমতি প্রদান করে। ২০০৬ সাল থেকে যশোর, মাগুরা,নড়াইল,সাতক্ষীরা, বাগেরহাট, ও খুলনা এবং ২০০৭ সাল থেকে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় অবস্থিত আদ্-দ্বীনের সকল শাখার কর্মএলাকায় শুধুমাএ স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে সংস্থার প্রশিক্ষণ প্রাপ্ত প্যারামেডিকরা মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা দিচ্ছেন। বর্তমানে সংস্থার কর্ম এলাকায় প্রতিমাসে ১৯৮০ টি স্যাটেলাইট ক্লিনিক অনুষ্ঠিত হচ্ছে। যার মাধ্যমে মাসে ৯,৯০০ জন গর্ভবতী, ৫,৯৪০ জন্য প্রসূতী মা, ১৭,৮২০ জন শিশু ও ১৫,০০০ জন সাধারণ রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছে।
স্যাটেলাইট ক্লিনিকের সেবাসমুহ
- দলীয় স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি সহ আধুনিক ও মানসম্মত স্বাস্থ্য সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা।
- স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ জনগণের দোর গোড়ায় মানসম্মত স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া।
- গর্ভকালীন সেবা নিশ্চিত করা এবং নিরাপদ ডেলিভারী নিশ্চিত কল্পে পরামর্শ প্রদান করা।
- সন্তান প্রসব পরবর্তী প্রসূতি মায়ের সেবা নিশ্চিত করা এবং বাচ্চার জন্য যথাযথ পুষ্টিশিক্ষা দেওয়া।
- নবজাতকের পরিচর্যা এবং ০-২৩ মাস বয়সী বাচ্চার গ্রোথ মনিটরিং নিশ্চিত করা।
- মহিলা ও শিশুদের সাধারণ রোগের স্বাস্থ্য সেবা প্রদান করা।
- ডায়বেটিক, প্রেগনেন্সি এবং এ্যালবুমিন ও সুগারের মাত্রা নির্ণয় করা।
- পরিকল্পিত পরিবার গঠনে সহায়তা করা।
- শতভাগ ইপিআই কার্যক্রম নিশ্চিত করা।
- গুরুতর অসুস্থ রোগীদের উপযুক্ত স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রেরণের ব্যবস্থা করা।
২০১৮-২০১৯ অর্থ বছরে অনুষ্ঠিত স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদানের তথ্য
অনুষ্ঠিত স্যাটেলাইট সংখ্যা |
সেবা প্রদানের ধরণ |
গর্ভবতী মায়ের পরীক্ষা-নিরীক্ষা |
প্রসূতি মায়ের পরীক্ষা-নিরীক্ষা |
০-২৩ মাস বয়সী বাচ্চার গ্রোথ মনিটরিং |
সাধারণ রোগী পরীক্ষা-নিরীক্ষা |
ডায়বেটিক পরীক্ষা |
এ্যালবুমিন/সুগার পরীক্ষা |
গর্ভবতী পরীক্ষা |
মান সম্মত সেবার জন্য হসপিটালে রোগী পাঠানো |
১৯২০০ |
১১০২৮০ |
১৬৪৭৬ |
৯৬৩৮৪ |
৭৮৮২৮ |
৯২২০৮ |
২৬৮৮০ |
১১০৮৮ |
২৭২৮৮ |