গ্রামীন ও নগর ক্ষুদ্র বিনিয়োগ কার্যক্রম (জাগরণ)
আদ্-দ্বীনের ক্ষুদ্র বিনিয়োগ কার্যক্রমের মধ্যে জাগরণ বিনিয়োগ কর্মসূচি সবচেয়ে বেশি বিস্তৃত। গ্রামীণ ও নগরের দরিদ্র, অনগ্রসর, সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক পর্যায়ের নারীদের নিয়ে সমিতি গঠনপূর্বক তাদেরকে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে সম্পৃক্তকরণের লক্ষ্যে এই বিনিয়োগ প্রদান করা হয়। একজন নারী সদস্য পদ প্রাপ্তির ১০ দিন পর যথাযথ ইসলামী শরীয়াহ্ ভিত্তিক আবেদনের প্রেক্ষিতে শাখা অফিস কর্তৃক যাচাই-বাছাই পূর্বক ৫,০০০-৫০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে পারেন। আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডসমূহকে টেকসই এবং গতিশীলকরণের লক্ষ্যে প্রকল্প ভেদে এই বিনিয়োগ প্রদান করা হয়। ক্ষুদ্র শিল্প, ভ্যান-রিক্সা ক্রয় বা মেরামত, সাইকেল গ্যারেজ, ধান ছাঁটাই মেশিন ক্রয়, হস্ত-শিল্প, ধান, পাট, সবজি, মাছ চাষ, গাভী, ছাগল, হাঁস-মুরগী পালন, কাঠের ব্যবসা, মুদি ব্যবসা, মৌসুমি কৃষি ব্যবসা, নার্সারী, দর্জি কাজ ইত্যাদি আয়বৃদ্ধিমূলক প্রকল্পসমুহে জাগরণ বিনিয়োগ প্রদান করা হয়।
ডিসেম্বর/২০১৯ পর্যন্ত অর্জন
সমিতি সংখ্যা |
১৪,৭৯৮ টি |
সদস্য সংখ্যা |
২,৮৯,১৯১ জন |
বিনিয়োগ গ্রহীতা |
২,০১৯০০ জন |
বিনিয়োগ স্থিতি (টাকা) |
২৩৯.৫৫ কোটি |
সঞ্চয় স্থিতি (টাকা) |
১৩৬.২৩ কোটি |