সমৃদ্ধি কর্মসূচি

আদ্-দ্বীন মনে করে অবহেলিত দরিদ্র জনগোষ্ঠীর আর্থÑসামাজিক অবস্থার টেকসই উন্নয়নের জন্য শুধু ক্ষুদ্র বিনিয়োগ কর্মসূচি যথেষ্ট নয় বরং জীবনযাত্রার মান উন্নয়নে অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড অনস্বীকার্য। মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন হয়েছে ঠিকই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের অনুপস্থিতির কারণে প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনযাত্রার মানের টেকসই উন্নয়ন হয়নি। আদ্-দ্বীন ২০১৩ সাল থেকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নে পিকেএসএফ এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি শুরু করে। পরবর্তীতে যশোর জেলার নাকিলেবাড়িয়া ইউনিয়ন সমৃদ্ধি কার্যক্রমের অন্তর্ভূক্ত হয়। সমৃদ্ধি কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে ইউনিয়নভূক্ত প্রত্যেক পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন করে মানব মর্যাদা প্রতিষ্ঠা করা। একটি পরিবারকে তার বর্তমান সস্পদ ও সক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং যথাযথ পরিকল্পনার মাধ্যমে সম্পদ ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা।

সমৃদ্ধি কর্মসূচির চলমান কার্যক্রম

  • স্বাস্থ্যসেবা ও পুষ্টি
  • আর্থিক সহায়তা
  • আয়বৃদ্ধিমূলক কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ
  • শতভাগ স্যানিটেশন
  • ভিক্ষুক পুনর্বাসন
  • বন্ধুচুলা কার্যক্রম
  • সমৃদ্ধি ওয়ার্ড সমন্বয় কমিটি গঠন ও কেন্দ্র স্থাপন
  • শিক্ষা সহায়তা
  • বিশেষ সঞ্চয়
  • যুব উন্নয়ন কার্যক্রম
  • বসতবাড়িতে সবজি চাষ
  • কমিউনিটিভিত্তিক উন্নয়ন কার্যক্রম
  • সমৃদ্ধি বাড়ি তৈরি

ঋণ কার্যক্রম(জুন/২০১৯ পর্যন্ত)

ঋণের খাত শাখার সংখ্যা সদস্য সংখ্যা বিনিঃ গ্রহীতা বিনিঃ স্থিতি(টাকা)
আইজিএ ০২ ২,৫৫৯ ২,৫৫৯ ৩,৮২,৮৬,৩৪৫
সম্পদ সৃষ্টি ২৫৪ ২৫৪ ৪৪,৭৫,৫০২
জীবনযাত্রার মান উন্নয়ন ২৭২ ২৭২ ১২,৪৯,৮১৩
মোট ৩.০৮৫ ৩.০৮৫ ৪,৪০,১১,৬৬০

সমৃদ্ধি শাখার সামাজিক কার্যক্রম (জুন/২০১৯ পর্যন্ত)

ক্রমিক সম্পাদিত কার্যাবলীর বিবরণ এযাবত অর্জন মন্তব্য
স্বাস্থ্য সেবা কার্যক্রম
০১ এ পর্যন্ত স্ট্যাটিক ক্লিনিক-এ সেবা গ্রহণকারী ৩৭,১৯৫ বিনামূল্যে
০২ এ পর্যন্ত স্যাটেলাইট ক্লিনিক-এ সেবা গ্রহণকারী ১৬,৭১৮ বিনামূল্যে
০৩ বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প আয়োজন ৩,৪০৬
০৪ চক্ষু ক্যাম্প আয়োজন ১১
০৫ চক্ষু ক্যাম্পের মাধ্যমে ছানি অপারেশন ৩৯৯ বিনামূল্যে
শিক্ষা কার্যক্রম
০৬ চলমান শিক্ষা কেন্দ্রের সংখ্যা ২২
০৭ বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা ৫৫৫
প্রশিক্ষণ কার্যক্রম
০৮ আই,জি,এ প্রশিক্ষণ সংখ্যা ৪২
০৯ এযাবৎ প্রশিক্ষণ পেয়েছেন (আই,জি,এ) ১,০২৮
১০ যুব প্রশিক্ষণ সংখ্যা ২৮
১১ এযাবৎ প্রশিক্ষণ পেয়েছেন (যুব প্রশিক্ষণ) ৮৫৪
১২ এযাবৎ ভিক্ষুক পূণর্বাসন সংখ্যা ১৮
অন্যান্য
১৩ সমৃদ্ধি কেন্দ্র ঘর নির্মাণ ১৮
১৪ স্বাস্থ্যসম্মত পায়খানার উপকরণ বিতরণ ১,৩৮০ বিনামূল্যে
১৫ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ (কম্বল) ৩২

Login

নোটিশ