কৈশোর কর্মসূচি

বর্তমানে দেশে ৩.৬০ কোটির বেশি কিশোর-কিশোরী রয়েছে, যা মোট জনসংখ্যার ২১ শতাংশ । আজকের কিশোর-কিশোরী আগামী দিনের দেশ ও সমাজ পরিচালনায় নেতৃত্ব দিবে এটিই বাস্তবতা। দেশে চলমান “জনমিতিক লভ্যাংশ’র সুফল পেতে কিশোরদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি উন্নত মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে ‘তারুণ্যে বিনিয়োগ টেকসই উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিকেএসএফ এর উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে আদ্-দ্বীন ওয়েলফেয়াল সেন্টার জুলাই/২০১৯ হতে বেনাপোল, বাগআচড়া,ঝিকরগাছা এবং ছুটিপুর শাখার মাধ্যমে কৈশোর কর্মসূচি বাস্তবায়ন করছে।

ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় পরিচালিত ইউপিপি-উজ্জীবিত প্রকল্পটি এপ্রিল ২০১৯ সালে শেষ হয়। উক্ত প্রকল্পের আওতায় বাস্তবায়িত ২৮ টি কর্মকান্ডের মধ্যে “উজ্জীবিত কিশোরী ক্লাব” ছিল অন্যতম। কৈশোর সময়ে মানুষের উন্নত মননশীলতা এবং মূল্যবোধের ভিত্তি তৈরি হয়, যা পরবর্তীতে তাদের নিজ ও সমাজ জীবনে সঠিকভাবে পথ চলতে সাহায্য করে। উজ্জীবিত প্রকল্পাধীন কিশোর-কিশোরী ক্লাবগুলোর কর্মকান্ড তৃণমূল পর্যায়ে সামগ্রিক উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রাখার বিষয়টি পরিলক্ষিত হয়। এ প্রেক্ষিতে প্রকল্পের মেয়াদ শেষে প্রকল্পাধীন ৯৩৩ টি কিশোর-কিশোরী ক্লাব কৈশোর কর্মসূচি’র আওতায় পরিচালিত হচ্ছে। পাশাপাশি দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোয় ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুল ফোরাম গঠনের মাধ্যমে কর্মসূচিটি সম্প্রসারিত করা হয়েছে।

মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত কৈশোরদের(ছাত্র-ছাত্রী) মাধ্যমে পিকেএসএফ এর তত্ত্বধানে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার স্কুল ফোরাম এবং কিশোর-কিশোরী ক্লাব গঠনের মাধ্যমে ছাত্র-ছাত্রীগণ তাদের ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে কাঙ্খিত মূল্যবোধের উন্নয়ন ও সামাজিক অবক্ষয় রোধে উপযুক্ত উদ্যোগ গ্রহনে সক্ষমতা অর্জনের জন্য কাজ করছে। কর্মসূচিতে বর্তমানে ১ টি কিশোর ক্লাব যার সদস্য সংখ্যা ৩০, ১৪ টি কিশোরী ক্লাব যার সদস্য সংখ্যা ৪৬৫, স্কুল ফোরাম কিশোরী ৪ টি যার সদস্য সংখ্যা ৩০৩৭, কিশোর কিশোরী কম্বাইন্ড স্কুল ফোরাম ৬ টি যার সদস্য ৯৭৮ জন। তাদের জ্ঞান বিকাশের জন্য ৬ টি পাঠাগার স্থাপন করা হয়েছে। তারা এ যাবৎ ৪৪৯ জন কে বøাড গ্রæপিং করিয়েছে। চারটি শাখায় বেনাপোল, বাগআচড়া,ঝিকরগাছা এবং ছুটিপুর জুলাই/২০ সাল থেকে আদ্-দ্বীন কার্যক্রম শুরু করেছে।

কৈশোর কর্মসূচির অর্জন

ক্লাবের সংখ্যা
কিশোর কিশোরী মোট
১৪ ১৫
ক্লাবের সদস্য
কিশোর কিশোরী মোট
৩০ ৪৬৪ ৪৯৪
স্কুল ফোরামের সংখ্যা
কিশোরী কম্বাইন্ড মোট
১০
ফোরামের সদস্য
কিশোর কিশোরী মোট
১০১৫ ৩১৩৭ ৪১৫২

কর্মসূচি’র আওতায় অংশগ্রহণ/বাস্তবায়ন সর্বমোট অংশগ্রহণকারী পাঠাগার সংখ্যা ব্লাড গ্রুপিং (এ যাবৎ) (জন)
কিশোর কিশোরী মোট
ক্লাব ৩০ ৪৬৪ ৪৯৪ ৪৪৯
স্কুল ফোরাম ১০১৫ ৩১৩৭ ৪১৫২ ৫৫৫
সর্বমোট ১০৪৫ ৪৬০১ ৪৬৪৬ ১০০৪

সমৃদ্ধি শাখার সামাজিক কার্যক্রম (জুন/২০১৯ পর্যন্ত)

ক্রমিক নং প্রতিযোগিতা/ কর্মকান্ডের নাম কর্মকান্ডের সংখ্যা অংশ গ্রহণকারীর সংখ্যা স্যানেটারী ন্যাপকিন প্রদান
০১
০১
০১
০১
০১

Login