ত্রাণ কার্যক্রম

ব্যক্তি জীবন, পারিবারিক জীবন কিংবা চাকুরী জীবনের কোনটিতেই আমরা যে কেউ পুরোপুরি সফল কিংবা সুখী এ কথা বলার কিংবা মেনে নেওয়ার মানুষ আজকের সমাজে খুব কম আছে । এই সফলতা, ব্যর্থতা কিংবা অসুখী জীবন যাপনের মাঝে কিছু কিছু কাজ হোক সেটি ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক আমাদের অপ্রাপ্তির জায়গাটিকে প্রাপ্তির ডালিতে কানায় কানায় ভরে দেয়। কখনো ঘূর্নীঝড়, কখনো বন্যা, কখনো বা খরা, আবার কখনো প্রচন্ড শৈত্য প্রবাহ দরিদ্র ও অসহায় মানুষদের স্বাভাবিক জীবন উলোট-পালট করে দেয়। হঠাৎ করেই মানুষ হারিয়ে ফেলে তার আপন বাসস্থান, তার খাদ্যের যোগান, শীত নিবারণের বস্ত্র। কোন কোন সময় প্রাণহানীর মত ঘটনাও ঘটে যায়। এমন পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে একটু সহযোগিতা করতে আদ্-দ্বীন সব সময় প্রস্তুত থাকে। কখনো এমন মানুষদের আর্থিক সহায়তা দিয়ে, কখনো প্রচন্ড শীতে লেপ তৈরী করে দিয়ে, কখনো ঘর নির্মান বা মেরামত করে দিয়ে, কখনো বা জরুরী চিকিৎসা সেবা দিয়ে তাদের পাশে থাকতে চায়। ২০১৮-২০১৯ অর্থ বছরে আদ্-দ্বীন তার ১৪৫ টি শাখার কর্ম এলাকায় বসবাসকারী এমন ৪০০০ জন দুঃস্থ ও অসহায় মানুষদের খুঁজে বের করা হয়েছে যাদের শীতের তীব্রতায় উষ্ণতা দেওয়ার মতো শীত বস্ত্রের নূন্যতম বন্দোবস্ত নেই। এদের প্রত্যেকের একটি করে বড় লেপ কভারসহ তৈরী করে বিতরণ করা হয়েছে।

Login