পাথওয়েজ টু প্রসপারিটি ফর এট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি)

কর্মসৃজনের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে ১৯৯০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয় দেশের শীর্ষ উন্নয়ন প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)। বিগত তিন দশক ধরে সরকার ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় পিকেএসএফ সফলভাবে দরিদ্র-বান্ধব বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। অতিদরিদ্রদের উন্নয়নের ধারাবাহিকতায় যুক্তরাজ্য সরকারের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট(ডিএফআইডি) এবং ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) এর যৌথ অর্থায়নে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এট্রিমলি পুওর পিপল(পিপিইপিপি) শীর্ষক একটি প্রকল্পের কার্যক্রম জানুয়ারী/২০২০ থেকে শুরু করেছে পিকেএসএফ। প্রকল্পটি দেশের ১৫ টি জেলার অন্তর্ভুক্ত ৪১ টি উপজেলার ১৪৩ টি ইউনিয়নে বাস্তবায়িত হবে।

অতিদারিদ্র্য-প্রবণ ও ঝুঁকিপূর্ণ ৩টি ভিন্ন ভৌগোলিক বাস্তবতায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। উত্তর-পশ্চিমের তিস্তা নদী ও ব্রহ্মপুত্র নদ তীরবর্তী জেলা-সংলগ্ন নদীবিধৌত চরাঞ্চল,দক্ষিণ-পশ্চিম উপক‚লীয় অঞ্চলের নিয়মিত সাইক্লোন, জলোচ্ছ¡াস, লবণাক্ত পানির অনুপ্রবেশ, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার শিকার এলাকা এবং উত্তর-পূর্বের হাওর অঞ্চলের বৈচিত্র্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্যপূর্ণ এলাকা যেখানে বছরের প্রায় অর্ধেক সময় পানিতে ডুবে থাকে এবং জীবিকায়নের সুযোগ খুব সীমিত এমন অঞ্চলগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে।

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার পিকেএসএফ এর উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে পাথওয়েজ টু প্রসপারিটি প্রকল্পের মাধ্যমে দেশের দক্ষিণ অঞ্চলের খুলনা জেলার লাউডোব, বানীশান্তা এবং মাগুরা জেলার নহাটা, বাবুখালী, শ্রীপুর, গয়েশপুর ও আমলসার ইউনিয়নের অতিদরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্্েরাতে সংযুক্ত করার লক্ষ্যে জানুয়ারী/২০২০ থেকে কাজ শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে ১৮ জন তথ্য সংগ্রহকারী, ১৪ জন সিএনএইচপি, ৩ জন টেকনিক্যাল অফিসার, ১৩ জন সহঃ টেকনিক্যাল অফিসার, ৩ জন সুপারভাইজার, ৭ জন মাঠকর্মী, ১ জন এমআইএস এবং ১ জন পিসিএর সমন্বয়ে উক্ত ৩ টি উপজেলার ৭ টি ইউনিয়নের অতিদরিদ্র পরিবার চিহ্নিতকরণের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধির করে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের কার্যক্রম শুরু করেছে। প্রকল্পের প্রাথমিক মেয়াদকাল ২০১৯ থেকে ২০২৫ পর্যন্ত। Pathways to Prosperity প্রকল্পের আওতায় অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মূল বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে পিকেএসএফ প্রকল্পভুক্ত ক্রস-কাটিং ইস্যুগুলোর সাথে সমন্বয় রেখে Livelihoods, Nutrition এবং Community Mobilization কম্পোনেন্ট বাস্তবায়ন করবে।

Login

নোটিশ