সংস্থার সকল কর্মকান্ডে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সমাজের বিভিন্ন স্তরের/পেশার স্বনামধন্য ও জ্ঞানীগুণী ব্যক্তি এবং স্ব-স্ব ক্ষেত্রে (যেমন- শিক্ষাকতা, চিকিৎসা, ব্যবসা ইত্যাদি) সফল, নিবেদিত ও নিঃস্বার্থভাবে দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ ব্যক্তিবর্গের সমন্বয়ে সংস্থার দায়বদ্ধতার সর্বোচ্চ স্তর সাধারণ পরিষদ গঠিত হয়েছে।
আদ্-দ্বীন-এর সাধারণ পরিষদ ২৭ জন্য সদস্যের সমন্বয় গঠিত। তারা হলেন-
ক্রমিক নং | নাম |
---|---|
০১. | ডাঃ মোহাম্মদ আবদুস সবুর |
০২. | ডাঃ শেখ মহিউদ্দিন |
০৩. | ডা. ইমদাদুল হক |
০৪. | ড. জামালুন্নেছা |
০৫. | জনাব সাহারুল আলম |
০৬. | জনাব আবেদা নাসরীন |
০৭. | জনাব মোঃ ইউনুছ আলী |
০৮. | ডা. সেলিনা খাতুন |
০৯. | আবুল বারাকাত মোঃ ফখরুদ্দিন |
১০. | জনাব কাজী লুৎফুন্নেসা |
১১. | ডা. মাহফুজা জেসমিন |
১২. | আব্দুল জলিল |
১৩. | ডা. নাহিদ ইয়াসমিন |
১৪. | এস এম আজগর আলী |
ক্রমিক নং | নাম |
---|---|
১৫. | শেখ খালিদ সাইফুল্লাহ |
১৬. | শাহীনা আখতার |
১৭. | মোঃ আবেদ আলী |
১৮. | সাফিনা আখতার |
১৯. | ডা. শামীমা আক্তার |
২০. | ডা. এ. কে. এম. আসাদুজ্জামান |
২১. | মুয়াজ রাকিন |
২২. | সনিয়া খাতুন |
২৩. | ফাহমিদা মজুমদার |
২৪. | মোঃ আব্দুল কাদের |
২৫. | মোঃ আক্তার হোসেন |
২৬. | ডাঃ মশিউর রহমান |
২৭. | শাহিনা ইয়াসমিন |