বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহর অশেষ মেহেরবানীতে আদ্-দ্বীন স্বাস্থ্য, শিক্ষা ও আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের মাধ্যমে দরিদ্র অসহায় মানুষের বিশেষ করে নারী ও শিশুদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে আসছে। একটি সুন্দর আগামী তথা ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আদ্-দ্বীন তার যাবতীয় কর্মসূচি পরিচালনা করে আসছে। সংস্থা বিভিন্ন টেকসই উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সমাজের অনগ্রসর মানুষের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ দেশে স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষেরা বেশি বঞ্চিত। অশিক্ষা, অসচেতনতা, মানসম্মত সেবার অপ্রতুলতা, ব্যয়বহুল স্বাস্থ্য সেবা, সহজে সেবা পাওয়ার জটিলতা এবং অনুকূল পরিবেশের অভাব এর অন্যতম কারণ। এই প্রেক্ষাপটে সবার সাধ্যের মধ্যে সহজলভ্য মানসম্মত সাশ্রয়ী চিকিৎসা সেবা প্রদানের জন্য আদ্-দ্বীন হাসপাতাল কাজ করে যাচ্ছে। আধুনিক চক্ষু সেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিক পালন করছে। এছাড়া শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দক্ষ ও উৎপাদনক্ষম মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখতে পারায় আমরা আনন্দিত। আদ্-দ্বীন শুধু স্বাস্থ্য নয়, শিক্ষা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আদ্-দ্বীন আজ অর্জন করেছে মানুষের অফুরন্ত ভালবাসা, সহযোগীতা ও বিশ্বাস। এসবের পিছনে রয়েছে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমত এবং নিরলসভাবে কাজ করে যাওয়া একঝাঁক কর্মী বাহিনীর প্রাণান্তকর প্রচেষ্টা ও সহযোগিতা। ইতোমধ্যে আমরা আমাদের ঋণ কর্মসূচির শতভাগ অটোমেশন সম্পন্ন করেছি। ঋণ কর্মসূচিকে সূদমুক্তকরন তথা ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালনার জন্য অব্যাহত প্রচেষ্টা আমাদেরকে প্রশান্তির দিকে ধাবিত করতে সহায়ক ভূমিকা পালন করছে। আদ্-দ্বীনের এই পথচলায় ১৯৯৪ সাল থেকে পিকেএসএফ আমাদের সাথে থেকে আর্থিক ও কারিগরি সহযোগিতা দেয়ায় পিকেএসএফকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি “এমআরএ”-এর প্রতি। স্বচ্ছতা ও জবাবদিহিতা হলো আদ্-দ্বীনের মূল চালিকা শক্তি, শুরু থেকে আদ্-দ্বীন এ দুয়ের সাথে কখনও আপোশ করেনি। আদ্-দ্বীনের শতভাগ মাঠকর্মী মহিলা, যা নারী ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত।
বার্ষিক প্রতিবেদন ২০১৮-২০১৯ প্রকাশের সাথে যুক্ত সকলকে জানাই গভীর কৃতজ্ঞতা। দেশের অসহায়, সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের ধারা অব্যাহত রাখার সংগ্রামে আমরা প্রতিশ্রুতি বদ্ধ এবং আমরা আশাকরি কর্মকান্ডে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ নিষ্ঠা, দ্বয়িত্বশীলতা, সততা ও প্রাতিষ্ঠানির দৃষ্টিভঙ্গির আলোকে কাজ করে প্রতিষ্ঠানকে একটি গ্রহণযোগ্য স্থানে প্রতিষ্ঠিত করতে আন্তরিকভাবে কাজ করতে অঙ্গিকারাবদ্ধ। আগামী দিনগুলোতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং এই পথ চলায় সকলের সহযোগিতা কামনা করছি। (আমিন)
ডাঃ শেখ মহিউদ্দিন
নির্বাহী পরিচালক