কৃষি ভিত্তিক ক্ষুদ্র বিনিয়োগ কার্যক্রম (সুফলন)

কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন, মহাজনী ঋণ নেওয়া থেকে বিরত রাখা, বাকীতে অধিক মূল্যে কৃষি উপকরণ ক্রয় রহিতকরণের উদ্দেশ্যেই মূলত সুফলন এবং মৌসুমি বিনিয়োগ দেওয়া হয়। এই বিনিয়োগ ৩ মাস থেকে ১০ মাস মেয়াদি প্রদান করা হয়। মৌসুমি বিনিয়োগ মূলত ঈদ, শীত এবং পূজা মৌসুমে ব্যবসী শ্রেণীর মাঝে প্রদান করা হয়। সুফলন বিনিয়োগ বিভিন্ন মৌসুম ভিত্তিক বিতরণ করা হয় যেমন- ধান চাষ, পাট চাষ, সবজি চাষ, মাছ চাষ, গরু মোটাতাজাকরণ ইত্যাদি। নির্দিষ্ট মেয়াদ শেষে সদস্যকে মুনাফাসহ গ্রহণকৃত বিনিয়োগ এককালীন পরিশোধ করতে হয়।

ডিসেম্বর/২০১৯ পর্যন্ত অর্জন

সমিতি সংখ্যা ১,৮১৬ টি
সদস্য সংখ্যা ২১,৫৯১ জন
বিনিয়োগ গ্রহীতা ১৯,৩১১ জন
বিনিয়োগ স্থিতি (টাকা) ৪৪.১১ কোটি

Login

নোটিশ