অতি দরিদ্রদের জন্য ক্ষুদ্র বিনিয়োগ কর্মসূচি (বুনিয়াদ)
সমাজের পিছিয়ে পড়া অতিদরিদ্র মানুষগুলোর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে বুনিয়াদ বিনিয়োগ প্রদান করা হয়। যাদের জমির পরিমান ১০ শতাংশের নিচে, দৈনন্দিন আয় ১ ডলারের কম এবং বছরের কোন একটি সময়ে তীব্র খাদ্র সংকটে পতিত হয় এমন জনগোষ্ঠীর নারীরা বুনিয়াদ বিনিয়োগ প্রকল্পের সদস্য হতে পারে। এ প্রকল্পের সদস্যরা ৫,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে পারে। এ বিনিয়োগের ক্ষেত্রে ৪৪ টি সমান কিস্তি এবং ২০% ক্রমহ্রাসমান মুনাফা প্রযোজ্য।
ডিসেম্বর/২০১৯ পর্যন্ত অর্জন
সমিতি সংখ্যা |
১,৭৮৬ টি |
সদস্য সংখ্যা |
১৩,৬১২ জন |
বিনিয়োগ গ্রহীতা |
১০,৩৯৫ জন |
বিনিয়োগ স্থিতি (টাকা) |
৬.৮৯ কোটি |
সঞ্চয় স্থিতি (টাকা) |
৬.৬৮ কোটি |