আদ্-দ্বীন পিওর ওয়াটার প্লান্ট

দক্ষিণাঞ্চলের খুলনা জেলার লবণাক্ত অঞ্চলে শুষ্ক মৌসুমে অর্থ্যাৎ নভেম্বর থেকে মে মাস পর্যন্ত সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়। শুষ্ক মৌসুমের এই ৭ মাস অত্র এলাকার মানুষ নদী, ডোবা, পুকুর ও খাল-বিলের অনিরাপদ এবং অস্বাস্থ্যকর পানি খাওয়ার জন্য ব্যবহার করে থাকেন। যার ফলশ্রুতিতে এ এলাকার মানুষ নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে (যেমন ডায়রিয়া, আমাশয়, টাইপয়েড, হিপাটাইটিস এ ও ই) শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। এই সংকাটাপন্ন পরিস্থিতি নিরসনের জন্য খুলনা জেলার দাকোপ উপজেলার চিলডাঙ্গা ও বানিশান্তা ইউনিয়নে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করে পানির তীব্র সংকট মোকাবেলায় পিকেএসএফ এর “LIFT” প্রকল্পের আওতায় আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার লবণমুক্ত বিশুদ্ধ খাবার পানি উৎপাদনের জন্য “আদ্-দ্বীন পিওর ওয়াটার” নামে ৩ টি প্লান্ট স্থাপন করে অত্র এলাকার অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করে যাচ্ছে। স্থাপিত ৩ টি প্লান্ট থেকে প্রতিদিন ৩২০০-৩৩০০ লিটার পানি উৎপাদন করে ৭০০ পরিবারের মধ্যে লিটার প্রতি .৫০ টাকা দরে বিতরণ করা হয়। অত্র এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, স্কুল, কলেজ সহ সকল দাতব্য প্রতিষ্ঠানে এবং অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে পানি সরবরাহ করা হয়। ২০১৫ সালের এপ্রিল মাসে শুরু হওয়া প্রকল্পটি হতে অদ্যবধি অত্র এলাকার মানুষের মধ্যে ২১,২৮৫৭৫ লিটার পানি সরবরাহ করা হয়েছে।

Login

নোটিশ