ক্ষুদ্র উদ্যোগ বিনিয়োগ কর্মসূচি (অগ্রসর)

জাগরণ বিনিয়োগ গ্রহণের পর যারা স্বাবলম্বী হয়েছেন এবং যারা তাদের প্রকল্পটিকে আরও সম্প্রসারণের মাধ্যমে একটি সমৃদ্ধশালী অবস্থানে উন্নীত করতে চান তারা আদ্-দ্বীন থেকে এ প্রকল্পের আওতায় ৬০,০০০ থেকে ১০,০০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগ গ্রহণ করতে পারেন। পোল্ট্রি ফার্ম, ডেইরি ফার্ম, মৎস্য হ্যাচারি, কোয়েল পাখি চাষ, ক্ষুদ্র শিল্প, কুঠির শিল্প, বড় মুদি ব্যবসা, রাখি মালের ব্যবসা, ফুল ব্যবসা, মাছ চাষ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বিভিন্ন প্রকার মোটর গাড়ি ক্রয়, কাপড়ের ব্যবসা, রড-সিমেন্ট ব্যবসা, ভাড়ার উদ্দেশ্যে বাড়ি তৈরি সহ বিভিন্ন প্রকার আয়বৃদ্ধিমূলক প্রকল্পে এই বিনিয়োগ প্রদান করা হয়।

ডিসেম্বর/২০১৯ পর্যন্ত অর্জন

সমিতি সংখ্যা ৫,২৯২ টি
সদস্য সংখ্যা ১০,৬৬৪ জন
বিনিয়োগ গ্রহীতা ৮,৭৩০ জন
বিনিয়োগ স্থিতি (টাকা) ৪৮.৫৪ কোটি
সঞ্চয় স্থিতি (টাকা) ১৮.৭৮ কোটি

Login

নোটিশ