আদ্-দ্বীন হিফজুল কোরআন শিক্ষা কর্মসূচি

ক্ষুদ্র বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের প্রচেষ্টায় সকল শ্রেণীর মানুষের সাথে নিবিড় সম্পর্কের বন্ধনে জড়িয়ে আছে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের “কমিউনিটি হেলথ্ এ্যান্ড মাইক্রোফাইনান্স” কার্যক্রম। আদ্-দ্বীন বিশ্বাস করে যে কোন বিপ্লবই সর্বপ্রথম পরিবর্তন আনে মানুষের চেতনার রাজ্যে। আর তাতেই পাল্টে যায় মানুষের ধ্যান-ধারণা ও চিন্তান জগত। চেতনার মানচিত্রে সেই বিপ্লবটি না এলে চারিত্রিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিপ্লব অসম্ভব। বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগ কার্যক্রম, প্রান্তিক পর্যায়ের মানুষের স্বপ্লমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে হাসপাতাল স্থাপন, বিনামূল্যে চোখের ছানি অপারেশন, অসহায় জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সহায়তাসহ নানাবিধ সামাজিক কর্মকান্ড সফলভাবে পরিচালনার মাধ্যমে আদ্-দ্বীন বর্তমান সময়ে সর্বজন স্বীকৃত মানব কল্যাণে নিয়োজিত মানবিক প্রতিষ্ঠান হিসাবে গ্রহণযোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে। তাছাড়া “কমিউনিটি হেলথ্ এ্যান্ড মাইক্রোফাইনান্স” এর সকল প্রকার ক্ষুদ্র বিনিয়োগ কার্যক্রমকে সুদভিত্তিক লেনদেনের আওতামুক্তকরণের লক্ষ্যে ইসলামী শরীয়াহ্ (বাইমোয়াজ্জেল) মোতাবেক ঋণ বিতরণ প্রক্রিয়া শতভাগ সফলতার সাথে বাস্তবায়নে আদ্-দ্বীন বদ্ধপরিকর। এতদাসত্ত্বেও আদ্-দ্বীন মনে করে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নই মানব মুক্তির একমাত্র পথ নয় বরং ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ একটি সমাজ সৃষ্টি না করতে পারলে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সেটি নিশ্চিত সামাজিক অবক্ষয়ের নামান্তর।

এ প্রেক্ষিতে যশোর জেলার নাভারণ অবস্থিত আকিজ কলিজিয়েট স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাসে ২০১৬ সালে গড়ে তোলা হয়েছে হিজবুল ফুরকানিয়া কোরআন শিক্ষা কেন্দ্র। এখানে সহশিক্ষার পাশাপাশি শিশুদের কোরআন এর হাফেজ তৈরিতে শিক্ষা প্রদান করা হয়। বর্তমানে এই শিক্ষাকেন্দ্রে ৩৩ জন শিক্ষার্থী এবং ২ জন শিক্ষক রয়েছেন। কোরআন এর আলোকে আলোকিত মানুষ সৃষ্টি এবং ধর্মীয়মূল্যবোধে উদ্বুদ্ধ সমাজ গঠনের লক্ষ্যকে সামনে রেখে আদ্-দ্বীন পরিবার এই শিক্ষাকেন্দ্রের সার্বিক দায়-দায়িত্ব বহন করে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এক অনস্বীকার্য ভূমিকা পালন করে চলেছে।

Login