সদস্যদের জন্য স্বাস্থ্যবীমা সুবিধা

আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা, দারিদ্রতা এবং অসচেতনতার কারণে প্রান্তিক পর্যায়ের অসংখ্য মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। মা ও শিশু মৃত্যু হার কমানো এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার তার বিনিয়োগ গ্রহীতাদের জন্য চিকিৎসা সুবিধার আওতায় মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছে। এ সুবিধা প্রাপ্তির জন্য সদস্যদেরকে কল্যাণের টাকা ছাড়া কোন প্রকার প্রিমিয়াম প্রদান করতে হয় না। ২০১৮-২০১৯ অর্থবছরে চিকিৎসা সুবিধার আওতায় ৯০৯৬ জন রোগী আদ্-দ্বীন হাসপাতাল থেকে সেবা গ্রহণ পূর্বক ৬৭.৮২ লক্ষ টাকার নগদ আর্থিক সুবিধা ভোগ করেছেন। বিনিয়োগ গ্রহীতা নিজে, স্বামী, অবিবাহিত ছেলে/মেয়ে, এবং শ্বশুর, শাশুড়ি এ সেবার আওতাভুক্ত। একজন বিনিয়োগ গ্রহীতা সমিতিতে সদস্য পদ প্রাপ্তির বয়স ও দুরত্ব ভেদে হাসপাতালে পরিশোধিত সেবা মূল্যের ৩০-৭৫ শতাংশ নগদ টাকা তার আওতাধীন শাখা অফিস থেকে গ্রহন করতে পারেন।

চিকিৎসা সুবিধার আওতাধীন প্রদত্ত সেবা সমুহঃ

আদ্-দ্বীন হাসপাতালের সকল বিভাগ/শাখা কর্তৃক প্রদত্ত চিকিৎসা সেবা।
সকল ধরনের ডায়াগনষ্টিক ও প্যাথলোজিক্যাল সেবা।
সকল ধরনের অপারেশন।
হাসপাতাল কর্তৃক সরবরাহকৃত ঔষধের প্যাকেজ মূল্য।
হাসপাতালের বেড/ক্যাবিন ভাড়া, এ্যাম্বুলেন্স ভাড়া ও হাসপাতাল কর্তৃক প্রদত্ত সকল ধরনের সার্ভিস চার্জ পরিশোধের ক্ষেত্রে এ সেবা প্রযোজ্য।

Login

নোটিশ