ফিস্টুলা কেয়ার প্রকল্পের উদ্দেশ্য
আদ্-দ্বীনের কর্মএলাকা থেকে ফিস্টুলা রোগী বাছাই পূর্বক আদ্-দ্বীন ফিস্টুলা কেয়ার প্রকল্পের তত্ত¡াবধানে সুচিকিৎসার ব্যবস্থা করা। | |
চিকিৎসা পরবর্তী সময়ে যথাযথ পূণর্বাসন নিশ্চিত করা। | |
ফিস্টুলা রোগীদের যথাযথ পরামর্শ প্রদান এবং তার পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক সৃষ্টির লক্ষ্যে সার্বিক সহযোগিতা প্রদান করা। | |
তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং পরিবারের সাথে সুসম্পর্ক স্থাপনে সামাজিক আন্দোলন গড়ে তোলা। | |
নেতৃত্বের বিকাশ, সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং নানা প্রকার সামাজিক কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তাদের মানসিক দক্ষা বৃদ্ধি এবং সামাজিকভাবে সচেতন করা। |
আদ্-দ্বীনের অর্জন (এযাবত)
মোট রোগী বাছাই | ফিস্টুলা অপারেশন | পূণর্বাসন | সচেতনতামূলক প্রশিক্ষণ | |||
কমিউনিটি | প্যারামেডিক প্রশিক্ষণ | নবদম্পতি ও গর্ভবতী | এনজিও/সরকারী কর্মচারী | |||
৬২০ | ২১৮ | ৬২ | ৯৫১ | ৯৮ | ১৫০০ | ১১০০ |