বিনামূল্যে চোখের ছানি অপারেশন

নড়াইল ও ঝিনাইদহ জেলায় ভ্রাম্যমান ও স্থায়ী ক্লিনিকের মাধ্যমে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ২০০৩ সালের জুলাই মাস থেকে ভ্রাম্যমান চক্ষু সেবা প্রকল্পের কার্যক্রম শুরু করে। বর্তমানে খুলনা বিভাগের সবগুলো জেলাতেই বিনামূল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম চালু রয়েছে। আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ও আদ্-দ্বীন চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে উক্ত কার্যক্রম পরিচালিত হয়। আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের কর্মএলাকা থেকে ছানি বাছাই ক্যাম্পের মাধ্যমে ছানি রোগী বাছাই পূর্বক আদ্-দ্বীন ভ্রাম্যমান চক্ষু অপারেশন থিয়েটারে ছানি অপারেশন করা হয়। ভ্রাম্যমান চক্ষু অপারেশন থিয়েটার ছাড়াও সনাক্তকৃত রোগীদেরকে যশোরে অবস্থিত আদ্-দ্বীন চক্ষু হাসপাতালের স্থায়ী অপারেশন থিয়েটারে ছানি অপারেশন করা হয়। এছাড়া অনুষ্ঠিত চক্ষু শিবিরে ভ্রাম্যমাণ চক্ষু ইউনিটের মাধ্যমে কম্পিউটারে চক্ষু পরীক্ষা, চশমা সরবরাহ এবং চোখের অন্যান্য সমস্যার ব্যবস্থাপত্র প্রদান করা হয়। ডিসেম্বর/২০১৯ পর্যন্ত উক্ত প্রকল্পের আওতায় বিনামূল্যে ৬৫,০০০ ছানি রোগী অপারেশন করা হয়েছে।

আদ্-দ্বীনের অঙ্গিকার

কমিউনিটি হেলথ্ এন্ড মাইক্রোফাইনান্স কার্যক্রমের অধিনস্ত কর্ম এলাকায় কোন প্রকার ছানি রোগী থাকবে না।
প্রতি বছর বিনামূল্যে ১০,০০০ ছানি রোগী অপারেশন নিশ্চিতকরণ।
২০৩০ সালের মধ্যে আদ্-দ্বীনের কর্মএলাকাকে শতভাগ ছানি মুক্ত ঘোষণা।

Login

নোটিশ